ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাছের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের তুলাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম ইউসুফ মোল্লা (৮)। সে তুলাতলা এলাকার আজিজ মোল্লার ছেলে। ইউসুফ স্থানীয় নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ইউসুফের বাবা আজিজ মোল্লা বলেন, ‘বুধবার সকালে আমার ছেলে বাড়ির সামনে খেলছিল। পাশের বাড়ির কালু মল্লিকের মেয়ের জামাই আল আমিন গাছ কাটছিলেন। হঠাৎ ওই গাছের নিচে চাপা পড়ে ইউসুফ। পরিবারের লোকজন গাছের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’