ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় দুলাল ঘোষকে সভাপতি ও হান্নান খাদেমকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সংগঠকেরা হলেন সিনিয়র সহসভাপতি কাজি মফিকুল ইসলাম সুহিন, সহ-সভাপতি-তাজবীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক-মো. শরীফুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক-নাজমুল আহমেদ খাদেম রনি, কার্যকরী সদস্য মো. রফিকুল ইসলাম, নাসির উদ্দিন।
সাধারণ সদস্যরা হলেন ইউসুফ সারোয়ার, শাহাদাত হোসেন লিটন, আশরাফুল মামুন প্রমুখ।