হোম > ছাপা সংস্করণ

৭ ইউপিতে নৌকার প্রার্থী হলেন যাঁরা

বোরহানউদ্দিন প্রতিনিধি 

বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

বোরহানউদ্দিনের ৭টি ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন- ৭ নম্বর টবগী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জসিমউদ্দিন হাওলাদার, ৬ নম্বর হাসান নগর ইউনিয়নে যুবলীগের সহসভাপতি মো. আবেদ, ১০ নম্বর কুতুবা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ, ৪ নম্বর কাচিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুর রব কাজী, ৩ নম্বর দেউলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদা তালুকদার, ৯ নম্বর বড়মানিকা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, ৮ নম্বর পক্ষিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আবুল কালাম।

জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোমেন টুলু, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার নেতারা ওই ৭টি ইউপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সদর উপজেলার ৭টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার ৭টি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যোগ্য প্রার্থী যাচাই-বাছাইয়ের পর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এই তালিকা প্রকাশ করেছেন।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ