জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে এবং একজন করোনায় মারা গেছেন।
জেলায় করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৫৮ জন। গতকাল বুধবার সিভিল সার্জন ওয়াজেদ আলী জানান, ২৪ ঘণ্টায় ৯৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬৮টি নমুনার রিপোর্ট এসেছে। ফলাফলে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। একই সময়ে করোনা থেকে কেউ সুস্থ হননি।
আক্রান্তের হার ৫ দশমিক শূন্য ৮। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫৮০। জেলায় এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হলেন ৪ হাজার ৩৪৬ জন।