হোম > ছাপা সংস্করণ

টিআর কাবিটায় দূর হচ্ছে জনভোগান্তি

রাসেল আহমেদ, তেরখাদা

তেরখাদা উপজেলা পরিষদের প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ের প্যাকেজ প্রকল্পগুলোর কাজ এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে গ্রামীণ অবকাঠামো সংস্থার কর্মসূচির আওতায় কাবিটা ও টিআরে বরাদ্দ অর্থ দিয়ে উপজেলার ছয়টি ইউনিয়নে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এতে জনভোগান্তি অনেকটা কমে এসেছে।

কাজগুলোর মধ্যে রয়েছে রাস্তা মেরামত, মাটি ভরাট, বাঁধ নির্মাণ, মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ঘরের উন্নয়ন, ইটের রাস্তা নির্মাণ, মেরামতসহ খাল (পুকুর) খনন। এ ছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে উপজেলায় ব্যাপক উন্নয়নসহ বাসিন্দাদের নাগরিক সুবিধা বেড়েছে। এই কর্মযজ্ঞে দীর্ঘদিনের জনভোগান্তি পুরোপুরি দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সাংসদ, প্রকল্প বাস্তবায়ন অফিস ও নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের সমন্বিত ও আন্তরিক উদ্যোগের কারণে এই কাজ এগিয়ে নেওয়া সহজতর হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে সরকারের ২০৪১ সালের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ এলাকা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে ধারণা এলাকাবাসীর।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে তেরখাদায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সাংসদ আব্দুস সালাম মূর্শেদীর দেওয়া বিশেষ বরাদ্দে কাবিটার আওতায় ৯৪টি প্রকল্পে দুই কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা মেরামত ৭৬টি এবং মাঠে মাটি ভরাটের কাজ করা হয়েছে ১৫ টিতে। এ ছাড়া বাঁধ নির্মাণ একটি, খাল খনন একটি ও একটি পুকুর খননের কাজ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ