২৩ মার্চ ভারতের জি মিউজিক থেকে প্রকাশ পেয়েছে ‘তুম হি তুম হো’ শিরোনামের মিউজিক ভিডিও।
গানটিতে বলিউডের উদিত নারায়ণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের আফরোজা মোমেন। গানটির সুর ও সংগীত করেছেন বিক্রান্ত ভারতিয়া এবং কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও ইকবাল সালিক। এই প্রথম ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান জি মিউজিক থেকে প্রকাশিত মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেছেন বাংলাদেশ ও ভারতের শিল্পী, কলাকুশলীরা।
প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত আফরোজা মোমেন বলেন, ‘উদিত নারায়ণের সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তিনি শুধু বড় মাপের গায়ক শুধু নন, খুব ভালো সহকর্মীও। কাজটি করতে গিয়ে অনেক অনুপ্রেরণা পেয়েছি তাঁর কাছ থেকে। এ ছাড়া আমার গায়কির ওপর আস্থা রাখার জন্য ওয়ালিদ আহমেদ এবং জি মিউজিককে ধন্যবাদ জানাই।’
জি মিউজিকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওটি। এতে মডেল হিসেবে কাজ করেছেন সজীব রায় ও ফরাসি মডেল সারাহনা এস্ট্রেগো। বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্ট থেকে ভিডিওটি নির্মাণ করেছেন ওয়ালিদ আহমেদ।
‘তুম হি তুম হো’ গানটি নিয়ে ওয়ালিদ আহমেদ বলেন, ‘জি মিউজিকের কোয়ালিটি অনুযায়ী কাজ করা একটু বেশি চ্যালেঞ্জিং ছিল। তারা খুব বেছে বেছে কাজ করে। বলিউডের সালমান খান, শাহরুখ খানসহ বড় বড় শিল্পীর সিনেমার গানের পাশে আমার কাজটি স্থান পাচ্ছে একই প্ল্যাটফর্মে—এটা ভাবতেই ভালো লাগছে।’