হোম > ছাপা সংস্করণ

বেগুনে লাভ আড়াই লাখ টাকা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

চলতি মৌসুমে দেড় বিঘা জমিতে বেগুন চাষ করে আড়াই লাখ টাকার বেশি লাভ করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাষি সামশুল আলম। আরও এক মাস টানা ফলন আসবে ওই বেগুন খেত থেকে।

পাশের খেতে একই গ্রামের রেজাউল করিমও অসময়ে বৃষ্টি হওয়ায় সিদ্ধান্ত বদল করে আলুর পরিবর্তে ৪৮ শতক জমিতে বেগুন চাষ করেন। তবে তাঁর বেগুন খেতের গাছের অবস্থা ভালো না থাকায় খেত থেকে ১০ দিনের বেশি ফলন পাবেন না বলে রেজাউল জানান।

সামশুল আলম গত বুধবার বেগুন তোলার সময় আজকের পত্রিকাকে জানান, দেড় বিঘা জমিতে বেগুন আবাদ করতে ৫০ হাজার টাকা ব্যয় করেছেন। মৌসুমের শুরুতে ৬০ টাকা কেজি এবং মৌসুমের শেষ পর্যন্ত ১৫ টাকা কেজি দরে প্রতি তিন দিন অন্তর খেত থেকে বেগুন বিক্রি করছেন।

১০ দিনের মতো ফলন পাবেন বলে আশা করে রেজাউল করিম বলেন, ‘এবার আবহাওয়া অনুকূলে থাকায় বেগুনের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে তিন দিন অন্তর সর্বোচ্চ ৬ থেকে ৮ মণ বেগুন তুলে বাজারে বিক্রি করেছি। এখন শেষ সময়েও ৪ থেকে ৫ মণ বেগুন তোলা যাচ্ছে।’

উপজেলা কৃষি কার্যালয় থেকে জানা গেছে, চলতি মৌসুমে পুরো উপজেলায় ৩১০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে আর আলু উৎপাদন হয়েছে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে। যদিও কৃষি বিভাগ বলছে আলুর পাশাপাশি বেগুন চাষ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, ‘আলু ছাড়া সব সবজির দাম ভালো পেয়েছেন কৃষকেরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বেগুনের ফলন ভালো হয়েছে। ভবিষ্যতে বেগুন চাষ আরও বৃদ্ধি করতে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ