হোম > ছাপা সংস্করণ

প্রার্থী বদলে নারী চেয়ারম্যান পেল নাসিরনগর

ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর প্রতিনিধি

টানা চারবার ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন পুতুল রানী দাস। এবার নৌকা প্রতীকে নির্বাচন করেন চেয়ারম্যান পদে। প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবারও জয় হলো তাঁর। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৮৭৮ ভোট পেয়েছেন পুতুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রফিজ মিয়া ‘চশমা’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫৭ ভোট।

নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য পুতুল রানী দাসের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করে পাঠায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। তবে প্রথমে তাঁকে মনোনয়ন না দিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল হাশেমকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু আবুল হাশেম বহুল আলোচিত নাসিরনগর সাম্প্রদায়িক হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাঁকে মনোনয়ন দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় আওয়ামী লীগকে। পরে হাশেমের মনোনয়ন বাতিল করে পুতুল রানী দাসকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর পুতুল রানী দাস বলেন, প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছি। আবার নাসিরনগর সদরেরও প্রথম নারী চেয়ারম্যান। এ আনন্দ-অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সম্মান অক্ষুণ্ন রেখে নিজের সবটুকু দিয়ে জনগণের পাশে থেকে তাঁদের জন্য কাজ করার চেষ্টা করব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ