পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। গত শনিবার রাতে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধরের নির্দেশনায় বাল্যবিবাহ বন্ধ করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫ এর ৩ উপধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ না হলে বিবাহ দেওয়া যাবে না মর্মে মুচলেকা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়।
পরে মেয়েকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে সেলাই প্রশিক্ষণ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক সহায়তা দেওয়া হবে বলে পরিবারটিকে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ।