হোম > ছাপা সংস্করণ

নৌকা পেতে গঙ্গাচড়ার নেতারা ঢাকায়

গঙ্গাচড়া প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গঙ্গাচড়া উপজেলার ৯ ইউপিতে ভোট হতে যাচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতারা ঢাকা সফর করছেন। তাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী ৩৮ জন ক্ষমতাসীন দলের মনোনয়নের জন্য আবেদন করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৫ নভেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম জানান, নির্বাচন সামনে রেখে গঙ্গাচড়ার ৯ ইউনিয়নে দলের বিশেষ বর্ধিত সভা করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। এতে নৌকা প্রতীকের জন্য ৩৮ জন আবেদন করেন। এরপর দলীয় মনোনয়নের জন্য চেয়ারম্যান প্রার্থীরা ঢাকায় দলীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দেন।

গত মঙ্গলবার ছিল আবেদনপত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে বেতগাড়ি ইউনিয়নে তিন, কোলকোন্দতে চার, বড়বিলে ছয়, গঙ্গাচড়া সদরে পাঁচ, লক্ষ্মীটারীতে চার, গজঘণ্টায় তিন, মর্নেয়ায় পাঁচ, আলমবিদিতরে ছয় ও নোহালী ইউনিয়নে দুজন আগ্রহী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের জন্য মনোনয়ন চেয়েছেন।

কোলকোন্দ ইউপি চেয়ারম্যান ও নৌকা প্রতীক প্রত্যাশী সোহরাব আলী রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঢাকায় দলীয় কার্যালয়ে মনোনয়নের জন্য আবেদন করেছি।’

এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কে দলীয় মনোনয়ন পাবেন তা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে চলছে কৌতূহল। তাঁরা অপেক্ষায় আছেন কে হবেন নৌকার মাঝি তা দেখার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে করা আবেদনগুলো জেলা আওয়ামী লীগের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ