স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশে সাইবার ক্রাইম ধারণার বাইরে বেড়ে যাচ্ছে। এ ধরনের অপরাধ রুখতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে তাই আরও বড় বানাতে হবে।’
গতকাল শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছর ‘কমিউনিটি পুলিশিং ডে’র স্লোগান ‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশবাহিনীতে সাইবার ইউনিট আমরা করেছি। কিন্তু সেটা ছোট আকারে আছে বর্তমানে। টেকনোলজির ব্যবহারের ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। তবে আমাদের ভালো দিকটা বেছে নিতে হবে।’