বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে বিসিআইসির সার বোঝাই বাল্কহেড ডুবির ঘটনাস্থাল পরিদর্শন করেছেন সংস্থাটির কর্মকর্তারা। পরিদর্শন দলে ছিলেন বিসিআইসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. আবু সাইদসহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ডিলাররা।
গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার সলিয়াবাকপুর এবং চাখার ইউনিয়নের সীমান্তবর্তী বড় চাউলাকাঠি নামক স্থানে সন্ধ্যা নদীতে ঘটনাস্থল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, বরিশাল বাফার গুদামের ডিসিএ ইনচার্জ আবদুর রহিম খোন্দকার, বানারীপাড়ায় বিসিআইসির ডিলার মেসার্স কামাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী ও উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন (বিপ্লব), চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু প্রমুখ।
গত সোমবার ভোর ৫টার দিকে বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের বড় চাউলাকাঠি নামক স্থানে সন্ধ্যা নদীতে ৩২০ মেট্রিক টন (৬৪০০ বস্তা) সারসহ এম বি আব্দুর রহমান-২ বাল্কহেডটি তলা ফেটে ডুবে যায়।