বরিশালের হিজলা উপজেলায় দেড় মাস আগে বর্ষায় জোয়ারের পানিতে ভেঙে যাওয়া একটি রাস্তা ঠিক হয়নি এখনো। এতে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায় মেমানিয়া ইউনিয়নের খাগেরচর বাজার সংলগ্ন রশিদ ফকিরের বাড়ির সামনের মাটির রাস্তাটি বর্ষায় জোয়ারের পানির স্রোতে ভেঙে যায়। ওই এলাকার লাছোকাঠি, কুলারগাও, ছয়গা ও খাগেরচর ৪টি গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ এক রাস্তা এটি। রাস্তাটি ভেঙে যাওয়ায় শিশুদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবুল চৌকিদার ও রশিদ চকিদার বলেন, রাস্তাটি দ্রুত মেরামত না করায় আমাদের চারটি গ্রামের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই প্রশাসনের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।
খাগেরচর বাজার ব্যবসায়ী বাবলু বলেন, ‘আমাদের চার গ্রামের চলাচলের প্রধান রাস্তা এটি। এই রাস্তাটি ভেঙে যাওয়ায় স্থানীয় অনেক লোকজন বাজারে আসা বন্ধ করে দিয়েছে।’
স্থানীয় ইউপি সদস্য হামিম মাতুব্বর বলেন, রাস্তাটি মেরামত করার জন্য ইউনিয়ন পরিষদে প্রকল্প দিয়েছি। পাশ হলে রাস্তাটি মেরামত করা হবে।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন বলেন, ‘ইউপি সদস্য বিষয়টি আমাকে জানালে আমি রাস্তাটি মেরামত করার জন্য কর্মসৃজন প্রকল্প দিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছি। কিন্তু মাটি কাটার স্থানে ফসলি জমি থাকায় কাজ করতে পারেনি।