ময়মনসিংহে আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করবেন মেয়র মো. ইকরামুল হক টিটু। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামের নিচতলায় বঙ্গবন্ধু গ্যালারি পরিদর্শন করেন মেয়র।
মসিক সূত্র জানায়, মসিক মেয়রের নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গুরুত্বপূর্ণ আলোকচিত্র, চিঠিপত্র, বাণীসহ বিভিন্ন বিষয় নিয়ে নান্দনিক উপস্থাপনের মাধ্যমে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু গ্যালারি।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সচিব রাজীব কুমার সরকার, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।