হোম > ছাপা সংস্করণ

ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ শঙ্কায় নদীপাড়ের মানুষ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া, কাটাখালী ও বাঙালি নদীর ৩৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত না হওয়ায় ভাঙনের শঙ্কা করছেন পাড়ের মানুষ। এ ছাড়া এরই মধ্যে চরনামাপাড়া ১৫ কিলোমিটারের মধ্যে ২ হাজার ১৫০ মিটার, বিষ পুকুর থেকে নয়াপাড়া বালুয়া পর্যন্ত ৯ কিলোমিটারের মধ্যে ৪৫০ মিটার, কাটাখালী সোহাগী থেকে মালাধর ফতেল্লাপুর ৫ কিলোমিটারের মধ্যে ২ কিলোমিটার এবং বালুয়া বাবুর বাজার থেকে দেওয়ানতলা পর্যন্ত ৬ কিলোমিটারের মধ্যে ৮৫০ মিটার বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ৩৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার না হলে এবারে বন্যার পানির তোড়ে নদীতে পানি বৃদ্ধি পেলে উপজেলার সাহেবগঞ্জ, মেরী, সাতানাবালুয়া, গোসাইপুর, চানপুর খলসী, সমছপাড়া, পুনতাইর, বালুয়া, বোচাদহ, সোনাইডাঙ্গা, রঘুনাথপুর ও বগুলাগাড়ী এলাকায় বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকবে। এতে বসতবাড়িসহ আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান জলমগ্ন হবে।

জানা গেছে, ২০১৮ সালের বন্যায় বগুলাগাড়ী থেকে বড়দহ ঘাট এবং ফুলহার থেকে ত্রিমোহিনী পর্যন্ত বাঁধের বিভিন্ন স্থান বন্যার পানির তোড়ে ভেঙে যায়। মেরামতের জন্য সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এলেও ভেঙে যাওয়া অংশগুলো সংস্কার না করায় প্রতিবছর এসব এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তরফমনু ও চানপুর খলসী পয়েন্টে ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকে প্রতিবছর গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট মহাসড়ক ও পৌর এলাকা পানিতে তলিয়ে যায়।

উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের আব্দুল ওহেদ জানান, ২০১৮ সালে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এ কারণে সে সময় গ্রামের অনেক বাড়িঘরের ক্ষতি হয়। ভেসে যায় ঘরের আসবাব। এখন বন্যা হলেই প্রতিবছর বাড়ি ডুবে যায়। বাঁধটি মেরামতের কোনো উদ্যোগ নেই।

  গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গোবিন্দগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। বাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক কার্যালয়কে অবহিত করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ