স্টাইল ও ফ্যাশন সচেতন নারী-পুরুষের ফ্যাশন অনুষঙ্গ সানগ্লাস। ব্যক্তিত্বের প্রকাশে শুধু নয়, রোদের তীব্রতা ও ধুলোবালির হাত থেকে চোখের সুরক্ষার জন্যও অত্যন্ত প্রয়োজনীয় অনুষঙ্গ এটি। কিন্তু অসচেতনতা বা অনভ্যস্ততা যে কারণেই হোক সানগ্লাস ব্যবহারে জনসাধারণের মধ্যে একটা অনীহা ভাব লক্ষ করা যায়। রুচিশীল একটি সানগ্লাস চোখের সুরক্ষার পাশাপাশি আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলতে অদ্বিতীয় এক উপকরণ।
ফ্যাশন ছাড়া আর যেসব কারণে সানগ্লাস ব্যবহার করবেন–
যে ধরনের সানগ্লাস ব্যবহার করবেন
সানগ্লাস বাছাইয়ে চেহারার গড়ন ও ব্যক্তির রুচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে খেয়াল রাখতে হবে, এটি যেন কোনোভাবেই অস্বস্তির কারণ না হয়। ব্যবহারের জন্য গাঢ় লেন্সের সানগ্লাসই ভালো। কিন্তু আরেক ধাপ এগিয়ে পোলারাইজড সানগ্লাস বেছে নিতে পারেন। পাশাপাশি সাইক্লিং বা ড্রাইভিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা আলোর প্রতিফলনকে বাধা দিয়ে চলাচলকে আরও নিরাপদ করে।
দাম ও মান বিবেচনায় বাজারে বিভিন্ন ধরনের সানগ্লাস পাওয়া যায়। একটি ভালো মানের সানগ্লাস দামে কিছুটা বেশি হলেও তা কখনো অর্থের অপচয় নয়; বরং তাকে স্বাস্থ্য সুরক্ষা এবং চোখের নিরাপত্তার পাশাপাশি রুচিবোধের পরিচায়ক হিসেবে উৎকৃষ্ট বিনিয়োগও বিবেচনা করা যায়।
সানগ্লাস কেনার সময় মনে রাখুন
সূত্র: কেলি লেজার