বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ কেন্দ্রীয় নেতারা আজ সোমবার পটুয়াখালী ও বরগুনা সফরে যাচ্ছেন। যুবলীগ চেয়ারম্যান পরশের এ অঞ্চলে আগমনে রাজসিক বরণের প্রস্তুতি নিয়েছেন বরিশালের যুবলীগের পৃথক দুটি অংশ।
পরশের আগমন উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কে স্থাপন করা হয়েছে শতাধিক তোরণ। পথে পথে বিশাল বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের যেন শেষ নেই। বরিশাল বিমানবন্দর থেকে পায়রা সেতু পর্যন্ত এমন জমকালো আয়োজন করছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীরা। অপরদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির অনুসারী যুবলীগ নেতা-কর্মীরা রুপাতলীতে তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
মেয়র অনুসারী জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, চেয়ারম্যান পটুয়াখালী ও বরগুনা সম্মেলনে যাবেন। জেলা ও মহানগর যুবলীগ তাকে বিমানবন্দরে বরণ করে লেবুখালী সেতু পর্যন্ত এগিয়ে দেবে। তিনি চেয়ারম্যান হয়ে এ অঞ্চলে আসছেন। তিনি আবুল হাসানাত আব্দুল্লাহর ভাগ্নে। তাই তাঁকে ভালোভাবে বরণ করা হবে। নগর যুবলীগের পক্ষ থেকে রুপাতলীতে বরণ করা প্রসঙ্গে বলেন, ‘ওটা আমাদের জানা নেই। তাঁদের কর্মকাণ্ড নেই। নেতা-কর্মী তো এদিকেই আসে।’
সিটি মেয়র সাদিক অনুসারী নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাউদ্দিন জুয়েলকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে মেয়র সাদিক অনুসারী মহানগর আওয়ামী লীগের সদস্য ও নগর যুবলীগেরও পদপ্রত্যাশী শেখ আরাফাত জামান বাবু বলেন, যুবলীগ চেয়ারম্যানের বরিশালে কর্মসূচি নেই। তিনি এখান থেকে যাবেন তাই জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে তাকে বরণ করা হবে। রুপাতলীতে কারা করেন তা জানা নেই।
প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন জানান, যুবলীগ চেয়ারম্যান বরিশালে থেকে যাওয়ার পথে নগরীর রুপাতলী বাস টার্মিনালের সামনে মহানগর যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করবেন। এ জন্য তোরণ, ব্যানার, ফেস্টুন করেছেন।
যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, চেয়ারম্যান হয়ে পরশ ভাই এই প্রথম বরিশালে আসছেন। যে কারণে মহানগর যুবলীগ তাঁকে বড় আকারে সংবর্ধনা দেবে। মহানগরের আহ্বায়ক নিজাম ভাই। তাই অন্য কোনো পক্ষের কর্মকাণ্ড করার সুযোগ নেই।
যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে থাকা মাজহারুল ইসলাম বলেন, চেয়ারম্যান পটুয়াখালীতে সম্মেলনে অংশ নেবেন। যাওয়ার পথে নেতা-কর্মীরা হয়তো ফুলের শুভেচ্ছা জানাতে পারেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ জুলাই নিজামুল ইসলাম নিজামকে আহ্বায়ক করে মহানগর যুবলীগ গঠন করা হয়।