হোম > ছাপা সংস্করণ

বরণের প্রস্তুতি দুপক্ষেরই

খান রফিক, বরিশাল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ কেন্দ্রীয় নেতারা আজ সোমবার পটুয়াখালী ও বরগুনা সফরে যাচ্ছেন। যুবলীগ চেয়ারম্যান পরশের এ অঞ্চলে আগমনে রাজসিক বরণের প্রস্তুতি নিয়েছেন বরিশালের যুবলীগের পৃথক দুটি অংশ।

পরশের আগমন উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কে স্থাপন করা হয়েছে শতাধিক তোরণ। পথে পথে বিশাল বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের যেন শেষ নেই। বরিশাল বিমানবন্দর থেকে পায়রা সেতু পর্যন্ত এমন জমকালো আয়োজন করছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীরা। অপরদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির অনুসারী যুবলীগ নেতা-কর্মীরা রুপাতলীতে তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

মেয়র অনুসারী জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, চেয়ারম্যান পটুয়াখালী ও বরগুনা সম্মেলনে যাবেন। জেলা ও মহানগর যুবলীগ তাকে বিমানবন্দরে বরণ করে লেবুখালী সেতু পর্যন্ত এগিয়ে দেবে। তিনি চেয়ারম্যান হয়ে এ অঞ্চলে আসছেন। তিনি আবুল হাসানাত আব্দুল্লাহর ভাগ্নে। তাই তাঁকে ভালোভাবে বরণ করা হবে। নগর যুবলীগের পক্ষ থেকে রুপাতলীতে বরণ করা প্রসঙ্গে বলেন, ‘ওটা আমাদের জানা নেই। তাঁদের কর্মকাণ্ড নেই। নেতা-কর্মী তো এদিকেই আসে।’

তবে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার মধ্যে নগরীর রুপাতলী গোল চত্বরে চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হবে। মহানগর যুবলীগ এ কর্মসূচি হাতে নিয়েছে। চেয়ারম্যান সম্মতি দিয়েছেন রুপাতলীতে শুভেচ্ছা জানানোর। মহানগরের নাম দিয়ে সবই তো তাঁরা করেন। মহানগরের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এক সঙ্গে। দল কমিটি ভাঙেনি, বিলুপ্তও করেনি। তাই তাঁরা নেতৃত্বে আছেন।

সিটি মেয়র সাদিক অনুসারী নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাউদ্দিন জুয়েলকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে মেয়র সাদিক অনুসারী মহানগর আওয়ামী লীগের সদস্য ও নগর যুবলীগেরও পদপ্রত্যাশী শেখ আরাফাত জামান বাবু বলেন, যুবলীগ চেয়ারম্যানের বরিশালে কর্মসূচি নেই। তিনি এখান থেকে যাবেন তাই জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে তাকে বরণ করা হবে। রুপাতলীতে কারা করেন তা জানা নেই।

প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন জানান, যুবলীগ চেয়ারম্যান বরিশালে থেকে যাওয়ার পথে নগরীর রুপাতলী বাস টার্মিনালের সামনে মহানগর যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করবেন। এ জন্য তোরণ, ব্যানার, ফেস্টুন করেছেন।

যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, চেয়ারম্যান হয়ে পরশ ভাই এই প্রথম বরিশালে আসছেন। যে কারণে মহানগর যুবলীগ তাঁকে বড় আকারে সংবর্ধনা দেবে। মহানগরের আহ্বায়ক নিজাম ভাই। তাই অন্য কোনো পক্ষের কর্মকাণ্ড করার সুযোগ নেই।

যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে থাকা মাজহারুল ইসলাম বলেন, চেয়ারম্যান পটুয়াখালীতে সম্মেলনে অংশ নেবেন। যাওয়ার পথে নেতা-কর্মীরা হয়তো ফুলের শুভেচ্ছা জানাতে পারেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ জুলাই নিজামুল ইসলাম নিজামকে আহ্বায়ক করে মহানগর যুবলীগ গঠন করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ