জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দলীয় প্রার্থীর চেয়ে পাঁচ গুণ বেশি। ৭টি ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ৭ জন হলেও বিদ্রোহী প্রার্থী ৩৫ জন। চেয়ারম্যান প্রার্থীরা গত বৃহস্পতিবার তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলার ৭টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাতপোয়া ইউপিতে আবু তাহের, পোগলদিঘা ইউপিতে আশরাফুল আলম মানিক, আওনা ইউপিতে বেল্লাল হোসেন, ডোয়াইল ইউপিতে আব্দুর রাজ্জাক স্বপন, মহাদান ইউপিতে আনিছুর রহমান জুয়েল, কামরাবাদ ইউপিতে আব্দুস ছালাম ও ভাটারা ইউপিতে বোরহান উদ্দিন বাদল।
স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন-সাতপোয়ায় রবিউল আলম (আ.লীগের বিদ্রোহী), লাল মিয়া (আ.লীগের বিদ্রোহী), সোহেল মিয়া (আ.লীগের বিদ্রোহী), সেলিম রেজা (আ.লীগের বিদ্রোহী), উম্মত আলী (আ.লীগের বিদ্রোহী), জয়নাল আবেদীন বাবলু (আ.লীগের বিদ্রোহী) ও আব্দুল হাই তালুকদার।
পোগলদিঘা ইউপিতে সামস্ উদ্দিন (আ.লীগের বিদ্রোহী), দেলোয়ার হোসেন (আ.লীগের বিদ্রোহী), আখতারুজ্জামান তরফদার (আ.লীগের বিদ্রোহী) ও আব্দুল জলিল রতন (আ.লীগের বিদ্রোহী)। আওনা ইউপিতে আব্দুর রহিম (আ.লীগের বিদ্রোহী), নুরুজ্জামান তালুকদার বাবু, মোহাম্মদ হুমায়ুন কবীর (আ.লীগের বিদ্রোহী), মোহাম্মদ সাহেদ তরফদার (আ.লীগের বিদ্রোহী), আব্দুল হক (আ.লীগের বিদ্রোহী), নুরুল ইসলাম (আ.লীগের বিদ্রোহী) ও শাহিনুর রহমান (আ.লীগের বিদ্রোহী)। ডোয়াইল ইউপিতে মোর্শেদুর আলম, আব্দুল জলিল (আ.লীগের বিদ্রোহী), নাসির উদ্দিন (আ.লীগের বিদ্রোহী) ও জিন্নাত আলী (আ.লীগের বিদ্রোহী)। মহাদান ইউপিতে আনোয়ার হোসেন (আ.লীগের বিদ্রোহী), আজমত আলী (আ.লীগের বিদ্রোহী), আব্দুল্লাহ আল মামুন (আ.লীগের বিদ্রোহী), আব্দুল্লাহ আল হারুন (আ.লীগের বিদ্রোহী), আবু তাহের, মোমেনুল ইসলাম (আ.লীগের বিদ্রোহী), হুমায়ুন কবীর (আ.লীগের বিদ্রোহী) ও শফিকুল ইসলাম বাগা। কামরাবাদ ইউপিতে এমদাদুল হক তালুকদার (আ.লীগের বিদ্রোহী), জালাল উদ্দিন (আ.লীগের বিদ্রোহী), রবিউল ইসলাম (আ.লীগের বিদ্রোহী), জাকির হোসেন (আ.লীগের বিদ্রোহী), শরিফ আহম্মেদ (আ.লীগের বিদ্রোহী), হাবিবুর রহমান (আ.লীগের বিদ্রোহী), ছানোয়ার হোসেন (আ.লীগের বিদ্রোহী) ও সামিউল হক (আ.লীগের বিদ্রোহী)। ভাটারা ইউপিতে আব্দুল হাই (আ.লীগের বিদ্রোহী), রফিকুল ইসলাম (আ.লীগের বিদ্রোহী), সুলতান মাহমুদ (আ.লীগের বিদ্রোহী), হারুনর রশিদ খান ও শফিকুল ইসলাম।