হোম > ছাপা সংস্করণ

হাঁস খেদানো নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে মুজিবুর রহমান (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল শনিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত মুজিবুর রহমান উপজেলার নাটিমা ইউনিয়নের নষ্টী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবেশী কামালের রাজহাঁস মারাকে কেন্দ্র করে গত শুক্রবার উভয় পরিবারের মাঝে ঝগড়া হয়। মুজিবুর সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তাঁর পরিবারের লোকজন লাঠি দিয়ে মুজিবুরকে বেধড়ক মারপিট করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মুজিবুরের অবস্থার অবনতি হলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে প্রতিবেশী কামালের পুকুরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে মুজিবুর রহমানের মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে সে মারাত্মকভাবে জখম হন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে তাঁর অবস্থার অবনতি হলে এখানকার চিকিৎসকেরা ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন। ঢাকাতে নেওয়ার পথে গতকাল ভোরে মানিকগঞ্জ পৌঁছালে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ