মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের কৃষক মিলনায়তনে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল কৃষি অফিস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, যুগ্ম সচিব ড. হুমায়রা সুলতানা, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পুলিশ সুপার মো.জাকারিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুর বারী, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি।
অনুষ্ঠানে শ্রীমঙ্গলের ৯টি ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে শীতকালীন সবজি ভুট্টা, পেঁয়াজ, গম, শস্য, সূর্যমুখী, টমেটোসহ বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করা হয়।