ঢাকার মতো গণপরিবহনে অর্ধেক ভাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার সুবিধা পেতে শুরু করেছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। গতকাল শনিবার থেকে নগরীতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতে খুশি শিক্ষার্থীরা।
গতকাল সকালে নগরের বিভিন্ন মোড়ে দেখা যায়, সংশ্লিষ্ট এলাকার পরিবহন নেতারা শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি তদারকি করছিলেন। শিক্ষার্থীরা ছবিযুক্ত পরিচয়পত্র দেখালে তাঁদের কাছ থেকে অর্ধেক ভাড়া রাখছিলেন গাড়িচালকের সহকারীরা।
নগরের জিইসি মোড়ে নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলল, ‘বহদ্দারহাট থেকে মিনিবাসে করে জিইসি মোড়ে নেমেছি। এত দিন পুরো ভাড়া দিতে হলেও অর্ধেক ভাড়াই দিতে পেরেছি। এতে আমাদের জন্য খুব ভালো হয়েছে।’
ওয়াসা মোড়ে হালিমা বেগম নামের এক অভিভাবক বলেন, এই সিদ্ধান্ত যেন ঠিকমতো বাস্তবায়ন ঘটে সে জন্য প্রশাসনের সার্বক্ষণিক নজর রাখতে হবে।
গত মাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে মাঠে নামেন ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর চট্টগ্রামেও অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে মাঠে নামেন শিক্ষার্থীরা। তাঁদের দাবির মুখে ৫ ডিসেম্বর এ সিদ্ধান্ত নেন পরিবহন নেতারা।