ময়মনসিংহে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ সাবেরা সুলতানা খানম এই আদেশ দেন। আদেশের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের জয়দেবপুর উপজেলার রোদ্রপুর গ্রামের আবু তাহের এবং শ্রীপুর উপজেলার বেওয়াসড়া গ্রামের মো. রুকন।
মামলার বরাত দিয়ে সরকার পক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম বলেন, ২০১৮ সালের ২৬ মার্চ নগরীর চরপাড়া মোড়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুজনকে ধরে পুলিশ। তাঁদের দেহ তল্লাশি করে হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে এই আদেশ দেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী বেগম রেহানা আক্তার বলেন, ‘আমরা সঠিক বিচার পায়নি। এর বিপক্ষে উচ্চ আদালতে আপিল করব।’