পঞ্চগড় জেলা শহরের পৌর ভবনের সামনে গড়ে উঠেছে আসবাবের অস্থায়ী বাজার। মহাসড়কের ধারে এই বাজারে নিজেদের তৈরি করা বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শতাধিক পরিবার। এ ছাড়া কম দামে ঘরের বিভিন্ন সামগ্রী পাওয়া যাওয়ায় নিম্নমধ্যবিত্তের মানুষ এখানে বেশি আসেন।
অস্থায়ী আসবাবের বাজারে প্রতিটি খাট পাওয়া যায় ১ হাজার ২০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে, শোকেস ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকায়, ড্রেসিং টেবিল ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়, টেবিল ৩০০ টাকা থেকে ১ হাজার টাকায়, চেয়ার প্রতি জোড়া ৫০০ থেকে ১ হাজার টাকা, আলনা ২৫০ থেকে ৫০০ টাকা, দরজা ৩০০ থেকে ২ হাজার টাকা, চৌকি ৪০০ থেকে ১ হাজার টাকা।
কাঠ দিয়ে কম দামের মধ্যে আসবাবের চাহিদা বাড়ায় জেলা সদরের ফকিরের হাট সরকারপাড়া গ্রামে মিস্ত্রিপাড়া গ্রামের শতাধিক বাড়িতে তৈরি হয় এসব রেডিমেড আসবাব। এখানে পাঁচ শতাধিক নারী-পুরুষ একসঙ্গে কাজ করেন।
বোদা উপজেলার মাঝগ্রামের মোহাম্মদ আলী জানান, বাড়িতে প্রতি মাসে তিনি ২০টি আলমারি বানান। এখানে কাজ করেন ৮ শ্রমিক। তাঁদের মধ্যে নারী শ্রমিকও রয়েছেন। হাটে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত একটি ভ্যান গাড়ি রয়েছে। প্রতি মাসে খরচ বাদ দিয়ে ১৫-২০ হাজার টাকা আয় হয়।