হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। গত মঙ্গলবার উপজেলার আবাইপুর ইউনিয়নের মীন গ্রামে এ ঘটনা ঘটে।

আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আহমেদ মৃধার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দীন বিশ্বাস।

জানা যায়, হেলাল উদ্দীন মীন গ্রামে মঙ্গলবার তাঁর নির্বাচনী অফিস চালু করেন। সন্ধ্যায় মুক্তার আহমেদ মৃধার ছেলে সুমন মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন রামদা, ঢাল ও সুরকি নিয়ে অতর্কিত হামলা চালানো হয় ওই অফিসে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এদিকে ভাঙচুরের পর হাট ফাজিলপুর ও আবাইপুর বাজারে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে হাট ফাজিলপুর বাজারে দুই পক্ষ মুখোমুখি হয়। ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরেরও ঘটনা ঘটে। এর আগে মীন গ্রাম বাজারের পাশে একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় মীন গ্রামের নির্বাচনী অফিসে মুক্তার আহমেদের ছেলে সুমনের নেতৃত্বে হামলা চালানো হয়। তাঁরা অফিসের চেয়ার ভাঙচুর করেন। তাঁদের হামলায় অফিসে থাকা আমার কয়েকজন কর্মী আহত হন।’ হেলাল উদ্দীন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আহমেদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শৈলকুপা উপজেলার ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ