ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। এ জন্য দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে দায়ী করে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন হাজারো মানুষ। গত শনিবার রাতেও কলম্বোর ওয়াটারফ্রন্ট গ্যালে ফেস গ্রিনের সামনে সমবেত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যেখানে রাজাপক্ষের সচিবালয় অবস্থিত।
বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ জন সদস্য ও ৪১ জন আইনপ্রণেতার পদত্যাগের পরও ক্ষমতা ছাড়তে নারাজ প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে ও তাঁর ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
এর আগে, শ্রীলঙ্কার জন্য ৩০০ কোটি ডলারের সহায়তা চান দেশটির অর্থমন্ত্রী আলি সাবরি।