রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে র্যাংগস সিলিং ফ্যান শীতকালীন ধামাকা বুকিং ‘সুপার সেল আগুনঝরা অফার’ আয়োজন করেছে র্যাংগস ইলেকট্রনিকস। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাংগস ফ্যান প্রজেক্টের প্রধান নির্বাহী ফারহানা জাফরিন, র্যাংগস ইলেকট্রনিকসের ডিজিএম মোছাদ্দেক উল্লাহ, এজিএম রাকিব হাসানসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা। এই অফারের আওতায় ফ্যানের ‘সুপার সেল আগুনঝরা অফার’ মূল্যের পাশাপাশি বুকিং সংখ্যার ভিত্তিতে উপহার হিসেবে থাকছে মোটরসাইকেল, স্বর্ণালংকার, ওমরাহ হজের সুযোগ। - বিজ্ঞপ্তি