পিরোজপুর সদর উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চুরি সংঘঠিত হয়েছে। এ সময় চোরেরা ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
স্কুল ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাশঁবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে দরজার তালা ভেঙে চোর ঢোকে। এ সময় ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি অকেজো ল্যাপটপ ও ১টি অকেজো প্রোজেক্টর নিয়ে যায়। আর অন্যান্য স্কুল থেকে যে সব সামগ্রী চুরি হয়েছে তার কোনো তালিকা এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এসে পৌঁছায়নি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি শঙ্কিত। সুন্দর পরিবেশকে অশান্ত পরিবেশ করার জন্য এটি একটি পরিকল্পিত কাজ। ৩টি স্কুলে চুরি ও ২টিতে তালা ভাঙার সংবাদ তাঁর কাছে এসেছে। তবে ওই দুটি থেকে কোনো মালামাল চোর নিয়েছে কিনা তা জানেন না তিনি।