মাসুদ রানা সিরিজের ‘এম আর নাইন: ডু অর ডাই’ দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে সাজ্জাদের। এবার তিনি অভিনয় করবেন যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান টিবি আর মাল্টিমিডিয়ার ব্যানারের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘হাফ মুন’-এ। সিনেমাটি নির্মাণ করবেন ফায়েজ আহমেদ। হাফ মুন ইংরেজি ও বাংলা দুই ভাষায় তৈরি হবে। বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও মুক্তি পাবে সিনেমাটি। স্ক্রিপ্ট লিখেছেন ইয়েমেনের হাতেম মানিয়া, যিনি হলিউডের সিনেমায় স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেন। বাংলা চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। শুটিং হবে বাংলাদেশ, লন্ডন ও দক্ষিণ আফ্রিকায়। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
নির্মাতা ফায়েজ আহমেদ লন্ডনের নিউহ্যাম সিক্সথ ফর্ম কলেজ থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন। এর আগে হলিউডে ‘প্রাইসি গারভেজ’ নামের সিনেমা নির্মাণ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। বাংলাদেশে মুক্তির জন্য হাফ মুনই হতে যাচ্ছে তাঁর প্রথম সিনেমা।
নির্মাতা ফায়েজ জানিয়েছেন, হাফ মুন নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। তবে সিনেমার প্রয়োজনে গল্পে কিছুটা পরিবর্তন এসেছে। কোনো অ্যাকশন না থাকলেও থ্রিলার, সাসপেন্স, রোমান্টিকতা আর পারিবারিক গল্প খুঁজে পাবেন দর্শক।
সাজ্জাদ হোসেন জানিয়েছেন, কোনো অজানা কারণে একটি মেয়ের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। নায়কের সহযোগিতায় মেয়েটি স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই পথ পাড়ি দিতে গিয়েই আসে নানা বাধা-বিপত্তি।
নায়ক সাজ্জাদ বলেন, ‘ভিন্নধর্মী কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চাই। এতে সংখ্যা কম হলেও মানটা ধরে রাখা যায়। হাফ মুনের চরিত্রটির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। আশা করছি পর্দায় ভালো কিছু নিয়ে হাজির হতে পারব।’