হোম > ছাপা সংস্করণ

প্রথমবারের মতো আলু রপ্তানি হচ্ছে ওমানে

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আলু রপ্তানি হচ্ছে। দুই বছর আগে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে দেশের আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। অন্যান্য পণ্যের মতো আলু রপ্তানিও কমে যায়। লোকসানের মুখে পড়তে হয় উৎপাদক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের। দুই বছর পর সেই চিত্র পাল্টে গেছে। আবারও পুরোদমে শুরু হয়েছে আলু রপ্তানি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবার আলু রপ্তানিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন রপ্তানিকারকেরা। তাঁরা বলছেন, রপ্তানির ইতিবাচক প্রবাহ ঠিক থাকলে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়েই এ বছর রপ্তানি হবে ৭০ থেকে ৮০ হাজার মেট্রিক টন। এর মধ্যে গত দেড় মাসে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে নয়টি দেশে আলু রপ্তানি হয়েছে ১৬ হাজার ৭২৮ মেট্রিক টন।

ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘এখন আলু রপ্তানির মৌসুম। নতুন আলু বাজারে আসার পর জানুয়ারি মাসে রপ্তানি শুরু হয়। এরপর মে মাস পর্যন্ত পুরোদমে রপ্তানি হয়। মার্চ-এপ্রিল মাসে সবচেয়ে বেশি আলু রপ্তানি হয়। মৌসুমে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ কনটেইনার আলু রপ্তানি হয়। সেই হিসাবে প্রতিটি অর্থবছরে গড়ে ৬০ থেকে ৭০ হাজার মেট্রিক টন আলু রপ্তানি হয়।’

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র (সমুদ্রবন্দর চট্টগ্রাম) সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের গত ৭ মাসে রপ্তানি হয়েছে ২১ হাজার ৪১৮ মেট্রিক টন। যার মধ্যে গত দেড় মাসে ১৬ হাজার ৭২৮ মেট্রিক টন। এর মধ্যে গত জানুয়ারি মাসে রপ্তানি হয় ৯ হাজার ৮৯০ মেট্রিক টন। আর চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত রপ্তানি হয় ৬ হাজার ৮৩৮ মেট্রিক টন।

জানা যায়, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ৯টি দেশে এসব আলু রপ্তানি করা হয়েছে। উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৩১ জানুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের সাত মাসে মালয়েশিয়ায় ৫ হাজার ৭১৯ মেট্রিক টন, শ্রীলঙ্কায় ৫ হাজার ১৮৪ মেট্রিক টন, সিঙ্গাপুরে ৭৬১ মেট্রিক টন, আরব আমিরাতে ১ হাজার ৫৬১ মেট্রিক টন, সৌদি আরবে ৯৪২ মেট্রিক টন, ওমানে ২৭ মেট্রিক টন, বাহরাইনে ২২৩ মেট্রিক টন, কাতারে ১৫০ মেট্রিক টন এবং থাইল্যান্ডে ১০ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের (চট্টগ্রাম সমুদ্রবন্দর) উপপরিচালক নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কায় আলু বেশি রপ্তানি হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ