হোম > ছাপা সংস্করণ

টাঙ্গাইলে এক ক্লিনিক সিলগালা, জরিমানা

মধুপুর প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশ ও বৈধ কাগজপত্র না থাকায় টাঙ্গাইলে একটি ক্লিনিক ও একটি অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। এ সময় চারটি ক্লিনিককে ১ লাখ ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুনের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

এ সময় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন শামীম হোসাইন চৌধুরীসহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেপুটি সিভিল সার্জন শামীম হোসাইন চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, ক্লিনিকের বৈধ কাগজপত্র ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়। এ ছাড়া জয় ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ অপারেশন থিয়েটার সিলগালা সিলগালা করা হয়। অপরদিকে পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা ও ইউনাইটেড ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ডা. আ ন ম বজলুর রহিম রিপন বলেন, ‘আমরা বেসরকারি উদ্যোগে সরকারি বিধি মেনে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটি ক্লিনিকের মালিকদের আমরা দায়িত্বশীলভাবে স্বাস্থ্যকর পরিবেশে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বলে থাকি। সীমাবদ্ধতার কারণে অনেক সময় অনেক প্রতিষ্ঠানে কিছুটা ব্যত্যয় ঘটে থাকে। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান আমাদের আরও দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ