হোম > ছাপা সংস্করণ

ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

রাজশাহী প্রতিনিধি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনে রাজশাহীতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। রাজশাহী নগরীর হজরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ২০ হাজার মুসল্লি দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। কেন্দ্রীয় ঈদগাহের ঈদ জামাতে প্রধান ইমাম হিসেবে ইমামতি করবেন নগরীর জামিয়া ইসলামিয়া শাহমখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী।

অধ্যক্ষ মুফতি শাহাদত আলী আজকের পত্রিকাকে জানান, ঈদের দিন বৈরী আবহাওয়া থাকলে ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহমখদুম (রহ.) দরগা শরিফ জামে মসজিদে। সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও সময় অপরিবর্তিত থাকবে।

ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে। সেখানেও সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা। এ ছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্টেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এখানে সাহেববাজার বড় মসজিদসহ মধ্য শহরের পাঁচটি মসজিদের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। বরাবরের মতো এবারও এখানে নারীদেরও জামাতে নামাজের আলাদা ব্যবস্থা থাকবে।

রাজশাহী নগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, ঈদের জামাতে যাওয়ার সময় জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহনও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, শহরের প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে ঈদের নামাজ আদায় হবে। এ জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে ঈদগাহ কমিটি। ঈদগাহ কমিটি আলোচনা করে নিজ নিজ এলাকায় নামাজের সময় নির্ধারণ করেছে। ঈদের দিন জেলা প্রশাসকের কার্যালয়ে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। সেদিন হাসপাতাল, কারাগার, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন ও সেফ হোমে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ