হোম > ছাপা সংস্করণ

বৃদ্ধকে শিকলে বেঁধে ঘরবন্দী, গ্রেপ্তার ২

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় বাবাকে ভরণপোষণ না দিয়ে উল্টো শিকলে বেঁধে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধ আবদুর রেজ্জাক (৭৫) তিন ছেলেসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলায় পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসামিরা হলেন বড় ছেলে সেলিম মিয়া (৪২) ও বৃদ্ধের স্ত্রী হামিদা বেগমকে (৬০)। পরে গতকাল রোববার তাঁদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় বৃদ্ধ আবদুর রেজ্জাক বাদী হয়ে শনিবার রাতে কেন্দুয়া থানায় মামলা করেন। মামলায় বৃদ্ধের তিন ছেলে সেলিম মিয়া (৪২), শাহীন মিয়া (৩৮), মামুন মিয়া (৩১) ও স্ত্রী হামিদা বেগমকে (৬০) আসামি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আবদুর রেজ্জাক বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী ছিলেন। প্রায় ১৫ বছর আগে তিনি অবসরে যান। এরপর থেকে তিনি গ্রামের বাড়িতেই থাকতেন।

এ অবস্থায় তাঁর তিন ছেলে সব সম্পত্তি ভোগদখল করলেও তাঁদের কাছ থেকে তিনি কোনো ধরনের ভরণপোষণ পেতেন না। এমনকি ছেলেরা তাঁকে না খাইয়ে রাখার পাশাপাশি শিকল দিয়ে হাত-পা বেঁধে ঘরে আটকে রেখে মারধর ও নির্যাতন করতেন। এ ছাড়া অসুস্থ হলে কেউ তাঁর চিকিৎসারও কোনো ব্যবস্থা করতেন না।

খবর পেয়ে গত শনিবার বিকেলে থানা-পুলিশ স্থানীয় মানবাধিকার কর্মী ও গণমাধ্যমকর্মীদের সহায়তায় আবদুর রেজ্জাককে মেজো ছেলে শাহীন মিয়ার ঘর থেকে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধকে উদ্ধারের পর এক জামাতার জিম্মায় রাকা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, এ ঘটনায় হওয়া মামলায় ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ