গত বছরের শীতকালে শুটিং হয়েছিল ‘হায়দার’ ওয়েব ফিল্মের। বছর ঘুরে শীত জেঁকে বসেছে আবারও। কিন্তু ‘হায়দার’-এর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আটকে ছিল সম্পাদনার টেবিলে। নির্মাতা রুবেল আনুশ অবশেষে জানালেন সুখবর। এত দিনের অপেক্ষার পর আলোর মুখ দেখছে ‘হায়দার’।
গতকালও রুবেল আনুশ সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ছিলেন ডাবিংয়ে। তিনি জানিয়েছেন, আগামী ভালোবাসা দিবসে মুক্তির জন্য তোড়জোড় চলছে। সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ‘হায়দার’ টিম। কোন প্ল্যাটফর্মে দেখা যাবে, জানা যাবে কিছুদিন পরেই।
‘হায়দার’ সিনেমার শুটিং হয়েছে আখাউড়া, আশুগঞ্জ, কেরানীগঞ্জ ও ভৈরবে। এতে গান গেয়েছেন শফি মণ্ডল ও সালমা।