বান্দরবানে সড়কের ওপর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের সুয়ালক ইউনিয়নের লম্বা রাস্তা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত নারীর নাম তৈয়বা সুলতানা (২৭)। তিনি বান্দরবান সদরের বালাঘাটা এলাকার মৃত ছৈয়দ আহমেদের স্ত্রী। চট্টগ্রামের লোহাগাড়ার গ্রামের থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বান্দরবান ফিরছিলেন। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বান্দরবান সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) গোবিন্দ দাশ জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের সুয়ালক ইউনিয়নের লম্বা রাস্তা এলাকায় এক নারী রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
তিনি জানান, পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদরজেলা হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।