হোম > ছাপা সংস্করণ

ফুলপুর উপজেলার ১০ ইউপি নির্বাচন

ফুলপুর প্রতিনিধি

ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা আচরণবিধি মানছেন না। আর স্বাস্থ্যবিধি মানার তো কোনো বালাই নেই। প্রার্থী আর তাঁদের কর্মী-সমর্থকেরা আচরণবিধি আর স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে প্রচার চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে আচরণবিধি মেনে প্রচারের জন্য বলা হয়েছে। যাঁরা আচরণবিধি লঙ্ঘন করছেন তাঁদের জরিমানা করা হচ্ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রার্থীরা নিয়ম না মেনে ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন প্রচার। শত শত কর্মী-সমর্থক নিয়ে মোটরসাইকেলের মহড়া দিচ্ছেন। আর প্রতিষ্ঠানের দেয়ালে, বিভিন্ন যানবাহনে কিংবা বাসাবাড়িতে পোস্টার, লিফলেটসহ নানান প্রচারপত্র সাঁটাচ্ছেন। অবস্থা এমন হয়েছে, প্রার্থীরা যেন পোস্টার সাঁটানোর প্রতিযোগিতায় নেমেছেন। বিভিন্ন হাট-বাজার পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন ভোটার রয়েছেন। ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫২ জন, নারী সদস্য পদে ১১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কবীর নামে এক ভোটার বলেন, ‘গভীর রাতে ঘুমাইতে পারি না। যতক্ষণ পর্যন্ত ঘর থেকে না উঠব ততক্ষণ পর্যন্ত দরজায় ঠোকাঠুকি করে। একজন গেলে আরেকজন আসে।’

সুফিয়া নামে এক গৃহবধূ বলেন, ‘সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকের শব্দে এখন অতিষ্ঠ হয়ে গেছি।’

বাবুল নামে আরেক ভোটার বলেন, ‘যতক্ষণ বাজারে থাকি ততক্ষণ প্রার্থীর কর্মী-সমর্থকেরা দোকানে নিয়ে গিয়ে নাশতা খাওয়ান। চা পান খাওয়ান। বিড়ি সিগারেট দেন।’

দেয়ালে পোস্টার লাগানোর ব্যাপারে এক চেয়ারম্যান বলেন, ‘সব প্রার্থীই পোস্টার দেয়ালে লাগাচ্ছে। তাই আমিও লাগাচ্ছি।’ আবু সাঈদ নামে এক ভোটার বলেন, ‘প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা মাস্ক ছাড়া ও দূরত্ব বজায় না রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তাঁরা উদাসীন।’

সার্বিক বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, আচরণবিধি না মানায় প্রতিদিনই বিভিন্ন প্রার্থীকে জরিমানা করা হচ্ছে। ৩১ জানুয়ারি ফুলপুর উপজেলার ১০টি ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ