দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শেষদিনের পরীক্ষায় পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি ও ব্যবসায় উদ্যোগ বিষয়ের তত্ত্বীয় পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলায় মোট ১ হাজার ২৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের আট জেলায় মোট ২৭৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি ও ব্যবসায় উদ্যোগ বিষয়ে ৯৪ হাজার ২৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।