ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের সীমান্তবর্তী মাধবপুর গ্রামের লোকজন ভারত থেকে আসা একটি নীলগাই উদ্ধার করেছে। গত শুক্রবার বিকেলে নীলগাইটি গ্রামবাসী ধাওয়া দিয়ে ধরেন। পরে বিজিবির সদস্যরা এটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, বৈরচুনা ইউনিয়নের সতহা শালবাগানের মাঝখানে পূর্ব-পশ্চিমের রাস্তার পাশে কয়েক ব্যক্তি নীলগাইটিকে দেখে চিৎকার দেন। এ সময় শালবাগানের আশপাশের কয়েকজন গাইটিকে ধরার জন্য তাড়া করতে থাকেন। একপর্যায়ে সেটি দৌড়াতে দৌড়াতে প্রায় দেড় মাইল দূরে মাধবপুর গ্রামের চৌরাস্তায় পৌঁছায়।
সেখানে মানুষের ধাওয়ায় মাধবপুর চৌরাস্তার হয়ে গ্রামের জব্বারের আমবাগানে ঢুকে পড়ে। বিকেলে সাড়ে ৪টার দিকে বাগানের উত্তর দিকের আমবাগানের গাছ ঘেরা একটি নীলগাইটি আটকা পড়ে। এ সময় গ্রামবাসী গাইটিকে আমবাগানেই বেঁধে রাখেন। পরে চন্দরিয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গাইটিকে চন্দরিয়া ক্যাম্পে নিয়ে যান। বিজিবি দিনাজপুর সেক্টরের চান্দেরহাট কোম্পানি কমান্ডার সুবেদার মফিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।