স্বাগতিক হিসেবে বাংলাদেশের এখনই ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার তাড়া নেই। বিসিবির নির্বাচকেরা মূলত সদ্য চূড়ান্ত হওয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহের অপেক্ষায়। ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসার পর হাথুরুকে দেখিয়ে দল ঘোষণা করবেন তাঁরা।
প্রায় প্রতি বিপিএলেই দুর্দান্ত খেলা দু-একজন তরুণ খেলোয়াড়ের সুযোগ হয় জাতীয় দলে। এবারও সেটির ব্যতিক্রম হচ্ছে না। ইংল্যান্ড সিরিজের যেকোনো একটা দলে তৌহিদ হৃদয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে অসাধারণ খেলা হৃদয় এরই মধ্যে ৪ ফিফটি, প্রায় ১৫০ স্ট্রাইকরেটে করেছেন ২৮৮ রান। নির্বাচকেরা এখনই পরিষ্কার কিছু না বললেও বোঝা গেল, তাঁদের ভাবনায় ভালোভাবেই আছেন হৃদয়। লম্বা সময় বিসিবির সেটআপে থাকা এই তরুণ ব্যাটার লাল বলের পর এখন সাদা বলেও দ্যুতি ছড়াচ্ছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজকের পত্রিকাকে বলেছেন, ‘সে আমাদের পাইপলাইনের খেলোয়াড়। এইচপিতে পরিচর্যা করা হচ্ছে। জাকির হাসান-তৌহিদ হৃদয়রা আমাদের সেটআপের খেলোয়াড়। এদের ওপরের দিকে নিতেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সময় হলেই তারা সুযোগ পাবে।’