হোম > ছাপা সংস্করণ

দুই দিনেও হয়নি মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। জরুরি বিভাগ ছাড়া অন্য কোথাও কোনো চিকিৎসা সেবা পাননি সাধারণ মানুষ।

এদিকে, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এ ছাড়া পুলিশও কাউকে আটক করতে পারেনি। এতে ক্ষোভ দেখা দিয়েছে সাইফুলের স্বজন ও সহকর্মীদের মধ্যে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগ ছাড়া সব বিভাগই বন্ধ রয়েছে। বহির্বিভাগে কোন সেবা পাননি সাধারণ মানুষ। বন্ধ রাখা হয়েছে প্যাথলজি বিভাগও। এতে করোনার নমুনা সংগ্রহসহ চিকিৎসাও বন্ধ রয়েছে।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের চিফ মেডিকেল টেকনোলজিস্ট ইমতিয়াজ আহমেদ তুহিন বলেন, ‘আমাদের সহকর্মী সাইফুলকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। অথচ দুই দিনে কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি, এর মধ্যে আসামিদের গ্রেপ্তার না করতে পারলে স্বাস্থ্যসেবা পুরোপুরি বন্ধ করে দেব।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে আসামিদের শনাক্ত করেছি। বৃহস্পতিবার রাতেই মামলা হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ