চট্টগ্রাম ও কক্সবাজারে গতকাল শনিবার থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত খাওয়ানো হবে এই ক্যাপসুল।
গতকাল চট্টগ্রামের পটিয়ায় চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এবার পটিয়ার সতেরোটি ইউনিয়নে ৪ দিনব্যাপী ৪০৮টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৬ হাজার ১৫ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে গতকাল ফটিকছড়িতে এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে চার দিনব্যাপী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসএমসি আদর্শ সংঘের ক্যাম্পে শিশুদের টিকা খাওয়ানোর মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সালামত উল্লাহ চৌধুরী।