বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় দণ্ডিত দুই পলাতক খুনি সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনের তথ্য চেয়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস (আরএফজে) কর্মসূচির এক টুইট থেকে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে আরএফজের ওয়েবসাইটেও এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জঙ্গি হামলায় নিহত হন অভিজিৎ। এ সময় তাঁর স্ত্রী রাফিদা বন্যা আহমেদ গুরুতর আহত হন। এ ঘটনায় দায় স্বীকার করে নিয়েছিল জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম। গত ফেব্রুয়ারিতে আদালত আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেনসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। জিয়াউল ও আকরাম পলাতক রয়েছেন।
টুইটারে আরএফজের বিবৃতিতে বলা হয়, জিয়াউল ও আকরাম কিংবা অভিজিৎ হত্যায় জড়িত অন্য যে কারও ব্যাপারে সঠিক তথ্য দিতে পারলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।