হোম > ছাপা সংস্করণ

ভূঞাপুরে লালন সাঁইজির স্মরণোৎসব

ভূঞাপুর প্রতিনিধি

ভূঞাপুরে মহা উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো লালন স্মরণোৎসব। ভূঞাপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূঞাপুর সাধুর বাজার এই স্মরণোৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীত শিল্পীরা লালন ফকিরের গান পরিবেশন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফকির খালেক সাঁই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। উপস্থিত ছিলেন ভূঞাপুর মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মহিউদ্দিন, শাহিনুল ইসলাম তরফদার বাদল, মো. জলিল আকন্দ, ও হাসান সরোয়ার লাভলু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধুর বাজারের সভাপতি এস এম জসিম উদ্দিন।

ভূঞাপুর সাধুর বাজারের মুখপাত্র সোহেল ক্ষ্যাপা জানান, ‘সত্য বল সু পথে চল ওরে আমার মন’ এই স্লোগানকে বুকে নিয়ে মহাত্মা ফকির লালন সাঁইজির হাজারো ভক্ত রয়েছেন। এ তাঁরাও সাঁইজির অন্যতম ভক্ত। সাঁইজির গানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণের কথাও জানান তিনি।

এস এম জসিম উদ্দিন বলেন, মনের মানুষের সন্ধান করা সেই মহাপুরুষ লালন সাঁইজির স্মরণে আজকের এই আয়োজন। আজ থেকে ২০০ বছর আগে তিনি মানুষের জয়গান করতেন। এখন সারা পৃথিবীতে মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে। মারামারি হানাহানি লেগেই আছে। লালন ফকির তখন তাঁর গানের ভাষায় বোঝাতে চেয়েছেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষই সেরা। ধর্ম নিয়ে কোনো রাজনীতি চাই না। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। সাঁইজির আদর্শকে মাথায় নিয়ে মানুষের জয়গান করতে চাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ