‘ভাইব্বা ল কিং’ ও ‘কিং অব মোচর’ দুই গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের জন্য তারা দলবদ্ধভাবে মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। এ ছাড়া দুই গ্রুপের সদস্যরা মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, রিকশা, ভ্যান, অটোরিকশা ও বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাই করত।
গত রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দুই কিশোর গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গতকাল সোমবার সন্ধ্যায় র্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘কিং অব মোচর ও ভাইব্বা ল কিং কিশোর গ্যাংয়ের গ্রেপ্তারেরা হলো হৃদয়, রাসেল, শাওন, তাওহীদ, রাশেদ ও খাইরুল ইসলাম।’
ফারজানা হক জানান, মোহাম্মদপুর লালতলা তিন রাস্তার মোড়ে দলবদ্ধভাবে দাঁড়িয়ে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ করে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে। ‘কিং অব মোচর’ কিশোর গ্যাংয়ের দলনেতা রাশেদ। দুর্ধর্ষতা ও ক্ষিপ্রতার জন্য এলাকায় টাইগার রাশেদ নামে পরিচিত। তাদের অপরাধমূলক ও উচ্ছৃঙ্খল আচরণে এলাকাবাসী অতিষ্ঠ। ওই দুটি গ্রুপের ২৫ থেকে ৩০ জন করে সদস্য রয়েছে। যারা অনেক দিন থেকেই এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এই সদস্যরা বেড়িবাঁধ এলাকায় সংঘবদ্ধ হয়ে অপরাধ করে থাকে।