হোম > ছাপা সংস্করণ

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে নিয়োগ পরীক্ষায় বসে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার নিয়োগ পরীক্ষার হল থেকে আটকের পর তাঁদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে তাঁদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরাতন তেহের গ্রামের মাহফুজ আহম্মেদ (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. ইব্রাহিম (২৯)। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজে খাদ্য অধিদপ্তরের ‘সহকারী খাদ্য পরিদর্শক’ পদের নিয়োগ পরীক্ষা চলছিল। পরীক্ষায় এ দুজনের আচরণ সন্দেহজনক হলে কক্ষ পরিদর্শক তাঁদের আটক করে কেন্দ্র সচিবের কক্ষে নিয়ে যান। এ সময় জিজ্ঞাসাবাদে তাঁরা পরীক্ষায় ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের কথা স্বীকার করেন। পরে পুলিশ এসে দুজনের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও প্রশ্নপত্র এবং মেসেঞ্জারে আসা সমাধান সংবলিত প্রশ্নপত্র উদ্ধার করে। এ ছাড়া ইব্রাহীমের কানের ভেতর থেকে একটি ক্ষুদ্র ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করা হয়। কিন্তু মাহফুজের কানের ভেতর থেকে ডিভাইসটি বের করা যাচ্ছিল না।

পরে মাহফুজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে যন্ত্রটি বের করা হয়। পুলিশ আরও জানায়, এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে । গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ চক্রের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ