হোম > ছাপা সংস্করণ

শেষ হচ্ছে পাঁচ বছরের যাত্রা

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’। ২০১৭ সালে শুরু হয়েছিল প্রচার। প্রায় পাঁচ বছরের সফল পথচলার পর আজ শেষ হচ্ছে সিরিয়ালটি। শেষ পর্বে সাদা কাপড় ও চাদরে আবার ‘রাসমণি’ সেজে আসছেন দিতিপ্রিয়া। এই সিরিয়ালে রাণী রাসমণি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রাসমণি হয়েই প্রথম অভিনয়ে পা রাখেন দিতিপ্রিয়া। গত বছর এই সিরিয়াল থেকে বিদায় নিয়েছিলেন। মাঝে ব্যস্ত হয়েছিলেন সিনেমা ও সিরিজে। শেষ পর্বের জন্য নটী বিনোদিনীকে নিয়ে আবার ফিরেছেন ‘রাণীমা’।

শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা দিয়েই শেষ হবে ‘করুণাময়ী রাণী রাসমণি’। সেখানেই দেখা যাবে রাণীমাকে। এত বছরের যাত্রা শেষ হচ্ছে, স্বাভাবিকভাবেই তাই মন খারাপ সবার। দিতিপ্রিয়া জানিয়েছেন, চার বছরের সংসার ফেলে যেতে তাঁর খুব মন খারাপ হয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার খবর শুনেও কষ্ট পেয়েছেন।

একই অবস্থা এই সিরিয়ালে শ্রীরামকৃষ্ণ চরিত্রে অভিনয় করা সৌরভ সাহারও। তিনি বলেন, ‘মা সারদার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার কথা ছিল। কথা ছিল, স্বামী বিবেকানন্দও আসবেন। সেসব কিছুই হলো না আর।’

স্বামী বিবেকানন্দ না এলেও দেখা যাবে নটী বিনোদিনীকে। সম্ভবত তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎপর্ব দিয়েই শেষ হবে ধারাবাহিক। ইতিহাস বলে, জীবনের বহু ওঠা-পড়ার সাক্ষী বিনোদিনী। গিরিশ ঘোষের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে ১০ টাকা বেতনে অভিনয় শুরু করেছিলেন। গিরিশ ঘোষই তাঁকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করান। সেই দৃশ্যই দেখা যাবে সিরিয়ালটির শেষ পর্বে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ