সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা হানাদার মুক্ত দিবস ছিল গতকাল ৭ ডিসেম্বর। এ উপলক্ষে হালুয়াঘাট উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও শোভাযাত্রা করা হয়েছে।
শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে মুক্তিবাহিনী, ছাত্র, কৃষক ও আমজনতা সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়ে এই অঞ্চল দুটিকে শত্রু মুক্ত করে স্বাধীন করে।