হোম > ছাপা সংস্করণ

কাজে এসে ফিরলেন লাশ হয়ে, আহত ১১

যশোরে ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা আব্দুল হান্নান নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১১ শ্রমিক আহত হয়েছেন। তাঁদের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কচুয়ায়।

হতাহত শ্রমিকেরা যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক সংস্কারকাজের জন্য মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। গতকাল বুধবার সকালে দোনার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি (যশোর-ট-১১-৪১৩৭) জব্দ করেছে। তবে এ ঘটনায় কেউ আটক নেই।

নিহত শ্রমিকের নাম আব্দুল হান্নান। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কচুয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন আব্দুল হান্নানের বড় ভাই আব্দুল মান্নান, খলিল শেখের ছেলে ওয়াহেদ শেখ (৩৩), জব্বার শেখের ছেলে লিয়াকত আলী (৫৫), গোলামের ছেলে ইসমাইল হোসেন (৩৫), বেতগা গ্রামের নজু শেখের ছেলে ওসমান শেখ ও তাঁর ছেলে বোরহান শেখ (২০), আলেক গাজীর ছেলে হান্নান গাজী (৩৭), ইদ্রিস শেখের ছেলে নুর ইসলাম (২২), দেলওয়ার হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), মালেক গাজীর ছেলে গফফার গাজী (২৪) ও ওলি শেখের ছেলে আনোয়ার শেখ (৪৫)।

আহত ইসমাইল হোসেন জানান, তাঁরা সবাই যশোর-চুকনগর সড়ক উন্নয়নকাজের শ্রমিক। বুধবার সকালে কাজে যোগ দিতে তাঁরা নসিমনে করে বাগেরহাট থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। একপর্যায়ে নসিমনটি যশোরের দোনার এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় তাঁরা আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী কামাল হোসেন বলেন, ‘বেশ কিছু দিন ধরে আমরা মনিরামপুর এলাকায় সড়ক সংস্কারের কাজ করছি। যশোর-চুকনগর সড়কের পাশের বড় গাছগুলো কাটার কাজ করছি আমরা। বুধবার সকালে একটি নসিমনে চড়ে আমাদের ১৫ জন শ্রমিক আঠারমাইল এলাকায় কাজে যাচ্ছিলাম। পথিমধ্যে দোনার নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক নসিমনে ধাক্কা দেয়। তখন ছিটকে পড়ে আমাদের ১৩ জন আহত হন।’

কামাল হোসেন বলেন, ‘আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে আব্দুল হান্নান মারা যান। তাঁর ভাই আব্দুল মান্নানের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) যোগেশ মণ্ডল আব্দুল হান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি আমাদের হেফাজতে আছে।’

যশোর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘আহত শ্রমিকদের চিকিৎসাসেবা চলছে। তবে আহতদের মধ্যে লিয়াকত আলী ও হান্নান গাজীর অবস্থা আশঙ্কাজনক।’

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, ‘ট্রাকটি ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। পরে সেটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ