হোম > ছাপা সংস্করণ

ত্রিমুখী লড়াইয়ের আভাস কোটচাঁদপুর ইউপি নির্বাচন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে চলছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচনের প্রচার। এই ইউপি থেকে এবার ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ ভোটারদের ধারণা, মূল লড়াই হবে নৌকা, চশমা ও আনারস প্রতীকের মাঝে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান নওশের আলী নাসির লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। চশমা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাফসিরুজ্জামান তপন। মোটরসাইকেল প্রতীকে লড়ছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী হিরণ খান। অন্যদিকে আনারস প্রতীক নিয়ে লড়ছেন ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান। হাতপাখা প্রতীক নিয়ে মাঠে আছেন মফিদুল ইসলাম।

নির্বাচনে অংশ নেওয়া ৫ চেয়ারম্যান প্রার্থীই সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন। আর সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ জয়ের আশা তাঁদের।

এ বিষয়ে লক্ষিকুন্ডু গ্রামের মেহেদি হাসান জানান, ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে নৌকা, চশমা আর আনারসের মাঝে।

দুর্বাকুন্ডের মুক্তার হোসেন বলেন, ‘নৌকার ভোট সব গ্রামেই রয়েছে। এ ছাড়া বর্তমান চেয়ারম্যান নওশের আলী নাসিরের বলনগর আর সাবদারপুরে বাড়ি হওয়ায় এ দুই জায়গায় তাঁর ভালো প্রভাব আছে। অন্যদিকে আব্দুল মান্নান সাবেক ইউপি চেয়ারম্যান। এ কারণে প্রতিটি জায়গায় তাঁর ভোট আছে। মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন তাফসিরুজ্জামান তপনও। কারণ তিনি গত ৫ বছর ধরে এলাকার মানুষের পাশে ছিলেন। এ কারণে প্রায় জায়গায়তেই তপনের ভোটার তৈরি হয়েছেন।’

কোটচাঁদপুর উপজেলার এক নম্বর ইউপি সাবদারপুর। এ ইউপিতে ১৭ হাজার ৬ শত ৬৫ জন ভোটার রয়েছেন। যার মধ্যে পুরুষ ৮ হাজার ৯ শত ৮৮। নারী ৮ হাজার ৬ শত ৭৭। ১০টি ভোটকেন্দ্র আর ৫৬টি কক্ষে ভোটগ্রহণ চলবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ