হোম > ছাপা সংস্করণ

টঙ্গীতে বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কাশ্মীরি এক শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারর দাবিতে দুই শতাধিক বিদেশি শিক্ষার্থী বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা এ বিক্ষোভ করেন। এ ছাড়া তাঁরা হাসপাতালের বিভিন্ন জায়গায় অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, গত বুধবার বিকেলে ওই মেডিকেল কলেজে অধ্যয়নরত বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থীদের মধ্য ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের চতুর্থ বর্ষের কাশ্মীরি ছাত্র জিসান ফয়েজ (২৪) দর্শক সারি থেকে মাঠে প্রবেশ করেন। তিনি কলেজের পঞ্চম বর্ষের বাংলাদেশি ছাত্র আবুল ফাত্তাহ মো. ফাহিমকে মাথার ওপর তুলে আছাড় মেরে মাটিতে ফেলে দেন। এ ঘটনায় বিদেশি ও বাংলাদেশি শিক্ষার্থীদর মধ্যে উত্তেজনা চলছিল।

বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে রাতেই কাশ্মীরি শিক্ষার্থী জিসান ফয়েজকে ছয় মাসের জন্য কলেজ থেকে বহিষ্কার করেন। বহিষ্কারের খবর শুনে জিসান বুধবার রাত ৯টার দিকে হোস্টেলের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাঁর সহপাঠীরা তাঁকে উদ্ধার করে তাঁদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমান ওই শিক্ষার্থী হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

ইন্টারন্যাশনাল কলেজের বাংলাদেশি শিক্ষার্থী আহসানুল হক বলেন, ‘খেলার মাঝে জিসান ফাহিমকে উঁচুতে তুলে মাটিতে ফেলে দেয়। এতে কলেজ কর্তৃপক্ষ জিসানকে ছয় মাসের জন্য বরখাস্তের আদেশ দিলে কলেজে থাকা বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। জিসানের শারীরিক অবস্থা ভালো নয়।’

আন্দোলনে অংশ নেওয়া কাশ্মীরি শিক্ষার্থী আব্রার আল ইয়াসিন বলেন, ‘জিসান যে কেন এমন করল সেটা আমরা বুঝতে পারছি না। তবে দুপুরে আন্দোলনের পর বহিষ্কার আদেশটি বাতিল করা হয়েছে।’

ইন্টারন্যাশনাল মেডিকেল কলজের অধ্যক্ষ মিজানুর রহমান খান বলেন, বিদেশি ওই ছাত্রর বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ