চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক থেকে শাহ আলম বেপারী (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফৌজদারহাট লিং রোড থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাহ আলম চাঁদপুর জেলার চাঁদপুর সদরের মাদ্রাসা রোড এলাকার শুক্কুর আলী বেপারীর ছেলে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গত শনিবার রাতে খবর পেয়ে মহাসড়কের রিং রোডে পড়ে থাকা শাহ আলমের মরদেহ উদ্ধার করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খালি গায়ে পড়ে থাকা শাহ আলমের পরনে লুঙ্গি ছিল। কোনো যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।